হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পুলিশ সেজে প্রতারণা করতে গিয়ে যুবক গ্রেপ্তার 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ নিয়ে পুলিশ সেজে প্রবাসী যাত্রীদের সঙ্গে ডলার প্রতারণার অভিযোগে ইমন সরদারকে (২৪) গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দিবাগত মধ্যরাতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ওই প্রতারক রাজবাড়ির জেলার বাসিন্দা। 

জিয়াউল হক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমন সরদার পুলিশ সেজে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা করেন। ওই সময় তাকে হাতে নাতে আটক করে বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা দল। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন ইমন। এ সময় বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়। প্রতারক ইমন সরদারকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন।’ 

এ সময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড লেখা একটি সিল, একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল জব্দ করা হয়েছে। 

ভুক্তভোগী যাত্রীদের বরাত দিয়ে জিয়াউল হক বলেন, ‘এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর রোববার বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদেরকে ৫০০ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ