হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে পুলিশ সেজে প্রতারণা করতে গিয়ে যুবক গ্রেপ্তার 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ নিয়ে পুলিশ সেজে প্রবাসী যাত্রীদের সঙ্গে ডলার প্রতারণার অভিযোগে ইমন সরদারকে (২৪) গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দিবাগত মধ্যরাতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ওই প্রতারক রাজবাড়ির জেলার বাসিন্দা। 

জিয়াউল হক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমন সরদার পুলিশ সেজে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা করেন। ওই সময় তাকে হাতে নাতে আটক করে বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা দল। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন ইমন। এ সময় বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়। প্রতারক ইমন সরদারকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন।’ 

এ সময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড লেখা একটি সিল, একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল জব্দ করা হয়েছে। 

ভুক্তভোগী যাত্রীদের বরাত দিয়ে জিয়াউল হক বলেন, ‘এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর রোববার বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদেরকে ৫০০ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ