হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বাসের সঙ্গে হাইয়েস মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার চৈতাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাসের চালক আব্দুস সালাম (৪৩) ও যাত্রী চট্টগ্রামের শিক্ষার্থী ও সংগীত শিল্পী পিয়াল হোসেন (২৩)। 

আহতদের মধ্যে আকিব (২৪) নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ও অজ্ঞাত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হাইয়েস মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। মুখোমুখি এই সংঘর্ষে মাইক্রোবাস চালক সালাম ও যাত্রী পিয়াল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় মাইক্রোবাসের আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে দমকল বাহিনী মরদেহ উদ্ধার করার পর পুলিশ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হানিফ পরিবহনের বাসটি পালিয়ে গেলে পরে ভুলতা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস