হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলে ‘যান্ত্রিক ত্রুটি’, ৪০ মিনিট আটকে ছিল পল্লবী স্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাজধানীর পল্লবী স্টেশনে ৪০ মিনিট আটকে ছিল মেট্রোরেলের একটি কোচ। এর আগে কোচটি ট্র্যাকেই বন্ধ হয়ে যায়। পরে ধীর গতিতে পল্লবী স্টেশনে পৌঁছে প্রায় ৪০ মিনিট পর পুনরায় যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার উত্তরা থেকে আগারগাঁওমুখী ট্রেনটি এই সমস্যার মুখে পরে। 

ট্রেনে থাকা একজন যাত্রী মেহেরিন জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘বিকোল ৪টা ৬ এর দিকে উত্তরা দক্ষিণ থেকে পল্লবী যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে ট্রেনের গতি কমতে কমতে থেমে যায়। প্রায় দেড় মিনিটের মতো এই অবস্থায় থাকার পর ফের ধীর গতিতে চলে এবং পল্লবী স্টেশনে পৌঁছায়।’ 

তিনি আরও বলেন, ‘সেখানে প্রায় ৪টা ১০ মিনিটে ঘোষণা করা হয় যে যাত্রা বিলম্বিত হবে। আরও পরে ৪টা ২৮ মিনিটের দিকে ফের ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। পরে ৪টা ৫৩ মিনিটে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।’ 

মেট্রোরেলে থাকা যাত্রীরা জানান বিকেল ৪টার পর উত্তরা দক্ষিণ থেকে আগারগাঁও যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে গতি কমতে কমতে থেমে যায়। পরে প্রায় দেড় মিনিট এই অবস্থায় থাকার পর ফের ধীর গতিতে চলে এবং পল্লবী স্টেশনে পৌঁছায়। সেখানে ৪টা ১০ এর দিকে ঘোষণা করা হয় যে যাত্রা বিলম্বিত হবে। 

এ বিষয়ে মেট্রোরেলের একাধিক সূত্র থেকে জানায় চালক অসুস্থ হয়ে পড়ায় এই ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রত্যেক ট্রেনে একজন করে চালক থাকে। তাই উক্ত ট্রেনের চালকে চিকিৎসার কারণে নিয়ে গেলে ডিপো থেকে সড়ক পথে আরেকজন চালক এসে ওই ট্রেন চালু করে। তার জন্য বিলম্ব হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান