হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিনিধি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন মো. হারুন মিয়া (৩৫), তাঁর ছেলে বাবলু (১৪) ও ভাতিজা আবু সাঈদ (১০)।

তিনি জানান, জালিয়া গ্রামের জনৈক ফারুকের বাড়ি থেকে তাঁর এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলছিল। এক পর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জালিয়া গ্রামের বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া ও তাঁর ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ওই বাড়িতে অন্য একটি মিটার থেকে অবৈধ বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল। সমিতির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির