হোম > সারা দেশ > ফরিদপুর

তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারধরে প্রাণ গেল গৃহবধূর 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূ আনোয়ারা বেগমের মেয়ে বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

নিহত আনোয়ারা বেগম শানু (৫০)। তিনি কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত আতিয়ার হাওলাদার তাঁর প্রতিবেশী ও সম্পর্কে দেবর হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আতিয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকেলে আতাউলের চার বছর বয়সী এক ভাতিজি আনোয়ারা বেগমের বাড়ির সীমানায় খেলতে যায়। এ সময় আনোয়ারার ছেলের বউ শিল্পী বেগম ওই শিশুকে বকাঝকা করেন। এ নিয়ে আতাউলের স্ত্রী সাথী বেগমের সঙ্গে শিল্পীর বাক্বিতণ্ডা শুরু হয়।

পান্না বেগম বলেন, একপর্যায়ে আতিয়ার হাওলাদার এসে তাঁর মা আনোয়ারা বেগমকে থাপ্পড় দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। পরে পান্না বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আনোয়ারা বেগমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকার উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আতিয়ার হাওলাদারকে ধরতে অভিযান অব্যাহত আছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’