হোম > সারা দেশ > ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ট্রাকের ধাক্কা, প্রাইভেট কারের সঙ্গেও সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এ সময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন পথচারীসহ প্রাইভেট কারের চালক। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। 

আজ বুধবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের কেরানি স্কুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে ড্রামট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে সড়কের ওপর পড়ে। ফলে পৌর শহরের বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে। 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আলম হোসেন বলেন, ‘সকাল ৯টার দিকে দ্রুতগতির একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে জোরে ধাক্কা দেয়। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি রাস্তায় ভেঙে পড়ে। এ সময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কার এসে ড্রামট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে যায়। গাড়ির চালকসহ পথচারী কয়েকজন আহত হয়।’

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল আজাদ বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজ চলছে। অপসারণসহ বৈদ্যুতিক সংযোগ চালু হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ড্রামট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। ড্রামট্রাকটির চালক পালিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ