গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এ সময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন পথচারীসহ প্রাইভেট কারের চালক। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
আজ বুধবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের কেরানি স্কুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে ড্রামট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে সড়কের ওপর পড়ে। ফলে পৌর শহরের বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ড্রামট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। ড্রামট্রাকটির চালক পালিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’