হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

বাসস, ঢাকা  

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহসভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান। যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা।

ডিবি সূত্রে জানা যায়, শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করা হয় উত্তরা এলাকা থেকে। বাপ্পি রায়হানকে ধরা হয় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে। একইভাবে আরিফ হোসেনকেও পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া, মতিঝিল ডিবি টিম খিলগাঁও এলাকা থেকে সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াতকে, সাইবার ডিবি টিম শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে এবং ডিবির অপর একটি টিম তেজগাঁও এলাকা থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু