হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও মহানগরীর পুবাইল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আড়িখোলা ও পুবাইল রেলস্টেশনের অদূরে মধ্যে চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় ঘটনা দুটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির এসআই এমাইদুল জিহাদী। 

নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁদের একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের ৩৬ বছর বলে জানায় রেলওয়ে পুলিশ। 

এসআই এমাইদুল জিহাদী জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিলেন অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলস্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি ট্রেন জাম্প করলে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে ওই রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পুবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরও এক যুবক নিহত হন। তাঁদের দুজনের কারোরই নাম-পরিচয় জানা যায়নি। 

এসআই আরও জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখান থেকে ময়নাতদন্তের পর নাম-পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯