হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও মহানগরীর পুবাইল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আড়িখোলা ও পুবাইল রেলস্টেশনের অদূরে মধ্যে চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় ঘটনা দুটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির এসআই এমাইদুল জিহাদী। 

নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁদের একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের ৩৬ বছর বলে জানায় রেলওয়ে পুলিশ। 

এসআই এমাইদুল জিহাদী জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিলেন অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলস্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি ট্রেন জাম্প করলে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে ওই রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পুবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরও এক যুবক নিহত হন। তাঁদের দুজনের কারোরই নাম-পরিচয় জানা যায়নি। 

এসআই আরও জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখান থেকে ময়নাতদন্তের পর নাম-পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে। 

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার