হোম > সারা দেশ > ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলা

সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ ৪ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১ ’-এর গোলটেবিল আলোচনাকে কেন্দ্র করে শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ চারজনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুর হওয়া অপর তিনজন হলেন মো. আমির হোসেন সুমন, মো. আল-আমিন ও শফিকুল ইসলাম দেলোয়ার। পৃথকভাবে এই চারজনের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আবু আলম মোহাম্মদ শহীদ খানের আইনজীবী কামরুল হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

আবু আলম শহীদ খানকে ৭ সেপ্টেম্বর ইস্কাটন থেকে আটকের পর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। বাকি তিনজনকে গত ২৮ আগস্ট ডিআরইউতে গোলটেবিল আলোচনাস্থল থেকে আটক করা হয়। সেদিন তাঁদের সঙ্গে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে সেখানে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন ব্যক্তি অবরুদ্ধ করেন। পরে ডিবি পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

রাতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় ২৯ আগস্ট লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে