হোম > সারা দেশ > ঢাকা

মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত: দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। 

এনামুর রহমান বলেন, ‘মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকের কারিকুলামে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই যেন, মুজিবনগর সরকারের ইতিহাস ও ভূমিকা পাঠ্যপুস্তক এবং কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও জানতে পারবে।’ 

স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সরকারের সবকিছু ঠিক করে রেখেছিলেন উল্লেখ করে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সেক্টর, সরকার কীভাবে হবে, কারা থাকবে, কলকাতায় কোন মন্ত্রণালয়ের অফিস কোথায় হবে, তা আগেই ঠিক করে রেখেছিলেন।’ 

এনামুর রহমান বলেন, ‘মুজিবনগর সরকারের গুরুত্ব কতটা ছিল, তা এখন আমরা অনুধাবন করছি। তারা যুদ্ধকালীন আমাদের দেশকে পরিচালনা করেছিলেন। মুক্তিযুদ্ধ সংগঠিত করা, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বীকৃতি নিয়ে আসার ক্ষেত্রে মুজিবনগর সরকারের অবদান অনেক বেশি।’ 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক জাগো জনতার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিন, কাজী মো. মজিবর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সদস্য মো. গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী প্রমুখ। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট