হোম > সারা দেশ > ঢাকা

মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত: দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। 

এনামুর রহমান বলেন, ‘মুজিবনগর সরকারের ইতিহাস পাঠ্যপুস্তকের কারিকুলামে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই যেন, মুজিবনগর সরকারের ইতিহাস ও ভূমিকা পাঠ্যপুস্তক এবং কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও জানতে পারবে।’ 

স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সরকারের সবকিছু ঠিক করে রেখেছিলেন উল্লেখ করে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সেক্টর, সরকার কীভাবে হবে, কারা থাকবে, কলকাতায় কোন মন্ত্রণালয়ের অফিস কোথায় হবে, তা আগেই ঠিক করে রেখেছিলেন।’ 

এনামুর রহমান বলেন, ‘মুজিবনগর সরকারের গুরুত্ব কতটা ছিল, তা এখন আমরা অনুধাবন করছি। তারা যুদ্ধকালীন আমাদের দেশকে পরিচালনা করেছিলেন। মুক্তিযুদ্ধ সংগঠিত করা, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বীকৃতি নিয়ে আসার ক্ষেত্রে মুজিবনগর সরকারের অবদান অনেক বেশি।’ 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক জাগো জনতার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. রুহুল আমিন, কাজী মো. মজিবর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সদস্য মো. গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী প্রমুখ। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন