হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

নিজস্ব প্রতিবেদক, সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের উপকেন্দ্রের আগুন নির্বাপণ সম্ভব হয়েছে। আগুনে গ্রিডের একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। বৈদ্যুতিক স্পার্ক পড়ে তেলের ওপর আগুন ধরে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কল্যাণপুর, সাভার, মিরপুর, সাভার ট্যানারী, কুর্মিটোলা, সিদ্দিকবাজারসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রান্সফর্মারে তেল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। পানির পাশাপাশি ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওয়ার গ্রিডের বিদ্যুৎ উপকেন্দ্রে তেলের মধ্যে বৈদ্যুতিক স্পার্কিংয়ের কারণে আগুন ধরে যায়। পরে বিস্তারিত জানানো হবে।

তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহউদ্দীন জানান, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বা এর কারণ হিসেবে স্পষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর বিস্তারিত জানানো হবে।

এ ঘটনা তদন্তে বিদ্যুৎ কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার।

গ্রিডে আগুন লাগার পর সাভার থানা এলাকাসহ আশুলিয়া থানার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর বিকল্পভাবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার বলেন, ‘আগুনে গ্রিডের একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। গ্রিডে আরও ট্রান্সফর্মার ছিল। বিকল্প ওই সব ট্রান্সফর্মারের মাধ্যমে পর্যায়ক্রমে সাধারণ আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

মহাব্যবস্থাপক আরও বলেন, ‘গ্রিডে আগুন লাগার কারণে আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকল্পভাবে বিদ্যুতের ব্যবস্থা করায় অনেক এলাকাতেই পুনরায় বিদ্যুৎ চালু করা সম্ভব হয়েছে। আশা করছি বিকেলের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। সব এলাকায় বিদ্যুৎ চালু করা সম্ভব হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু