হোম > সারা দেশ > গাজীপুর

জমি নিয়ে বাগ্‌বিতণ্ডায় ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানাপ্রাচীর নিয়ে বাগ্‌বিতণ্ডায় মো. মোবারক হোসেন (৪০) নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

মৃত মোবারক হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ১০ দিন আগে বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন।

আহতরা হলেন মৃতের ভাই মো. আলম, বোন খালেদা (৩০), প্রতিবেশী রফিকুল ইসলাম (৩৫) ও হাদিউল ইসলাম (৩০)।

মৃতের স্বজনেরা জানান, প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল মোবারককে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

মৃতের প্রতিবেশী ও সিংহশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম জানান, কয়েক দিন আগে মোবারক হোসেন বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। আজ সকালে তাঁর বাড়ির পাশের জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল ও রফিকুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। পরে মোবারককে গুরুতর আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘আমরা খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির