হোম > সারা দেশ > গাজীপুর

জঙ্গলে পড়ে ছিল নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক নারীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নে ভেরমতলী হাঁসিখালী গ্রামের তারাবাইদ ব্রিজের দক্ষিণ পাশের জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মাওনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলাল হোসেন বলেন, ‘আজ বুধবার সকালে ওই বনের ভেতর দিয়ে চলাচলকারী লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পাই।’ 

তিনি বলেন, ওই নারীকে মাথায় কুপিয়ে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা-পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১