হোম > সারা দেশ > ঢাকা

মেনিনজাইটিসের টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামীদের বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

স্কয়ার হাসপাতালের সামনে মধ্যপ্রাচ্যগামীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে তিন শতাধিক মধ্যপ্রাচ্যগামী ব্যক্তি পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৌদি আরবগামী প্রবাসী ও ওমরা হজযাত্রীরা স্কয়ার হাসপাতালের সামনে যান। তাঁদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরও দু-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওই সব হাসপাতালে গিয়ে তারা দেখেন, তাদের যে টিকা দেওয়ার কথা ছিল তা নেই। পরে জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রবাসী ও ওমরাহ যারা করবেন, তাঁরা টিকা নেওয়ার জন্য স্কয়ার হাসপাতালে এসেছিলেন। কিন্তু যখনই জানতে পারে যে, শুধু ওমরাহ যাঁরা করবেন তাঁদের টিকা লাগবে, তখন অন্যরা চলে যান। এখন হাসপাতালের সামনের পরিস্থিতি স্বাভাবিক।’

জানা গেছে, পান্থপথ থেকে অবরোধকারীরা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণের সামনে যাচ্ছেন।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন