হোম > সারা দেশ > ঢাকা

মেনিনজাইটিসের টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামীদের বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

স্কয়ার হাসপাতালের সামনে মধ্যপ্রাচ্যগামীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেকে দেশেই যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর জন্য নির্ধারিত রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে সড়কে বিক্ষোভ করেছেন সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যগামী ব্যক্তিরা। তাদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে তিন শতাধিক মধ্যপ্রাচ্যগামী ব্যক্তি পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৌদি আরবগামী প্রবাসী ও ওমরা হজযাত্রীরা স্কয়ার হাসপাতালের সামনে যান। তাঁদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের আরও দু-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওই সব হাসপাতালে গিয়ে তারা দেখেন, তাদের যে টিকা দেওয়ার কথা ছিল তা নেই। পরে জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে প্রবাসী ও ওমরাহ যারা করবেন, তাঁরা টিকা নেওয়ার জন্য স্কয়ার হাসপাতালে এসেছিলেন। কিন্তু যখনই জানতে পারে যে, শুধু ওমরাহ যাঁরা করবেন তাঁদের টিকা লাগবে, তখন অন্যরা চলে যান। এখন হাসপাতালের সামনের পরিস্থিতি স্বাভাবিক।’

জানা গেছে, পান্থপথ থেকে অবরোধকারীরা মিছিল নিয়ে প্রবাসী কল্যাণের সামনে যাচ্ছেন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা