হোম > সারা দেশ > গাজীপুর

সকালে ভোটার উপস্থিতি কম টঙ্গীর কেন্দ্রগুলোতে 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে গাজীপুর-২ আসনের (গাজীপুর সদর-টঙ্গী) টঙ্গীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়েছে কম। 

রোববার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়, রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও মজিদা সরকারি উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল আজ সকাল ১০টায় টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসভবনের সামনের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে। সেখানেও ভোটারদের উপস্থিতি কম। দু-একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন। 

টঙ্গীর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমার কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্ট নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’ 

উল্লেখ্য, গাজীপুর-২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জয়নাল আবেদিনসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 
এ ছাড়া তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন