হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় ছেলে মোহাম্মদ বেলায়েতকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার বিকেলে উপজেলার বিজয়নগর গ্রামে মা পারভীন আক্তারকে (৫০) মারধরের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এ ঘটনায় পারভীন আক্তারের স্বামী রোশন আলী বাদী হয়ে আজ মঙ্গলবার রাতে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেছেন। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত জানিয়েছে সোমবার বিকেলে জমিতে কৃষিকাজ শেষে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান। খাবার দিতে দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। মায়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, হত্যার খবর পেয়ে বেলায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন