হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় ছেলে মোহাম্মদ বেলায়েতকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার বিকেলে উপজেলার বিজয়নগর গ্রামে মা পারভীন আক্তারকে (৫০) মারধরের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এ ঘটনায় পারভীন আক্তারের স্বামী রোশন আলী বাদী হয়ে আজ মঙ্গলবার রাতে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেছেন। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত জানিয়েছে সোমবার বিকেলে জমিতে কৃষিকাজ শেষে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান। খাবার দিতে দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। মায়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, হত্যার খবর পেয়ে বেলায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার