রাজবাড়ীতে হত্যা মামলায় হাসান সরদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই গৃহবধূর মৃত্যুর পর গতকাল রোববার মামলা হলে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত রাশিদা খাতুন (৩৫) সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াকুব শেখের মেয়ে। গ্রেপ্তার হাসান সরদার একই ইউনিয়নের মদাপুর গ্রামের শুকুর সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, হাসান সরদার আট বছর আগে মাত্র ১৭ বছর বয়সে তালাকপ্রাপ্ত রাশিদা খাতুনকে বিয়ে করেন। স্ত্রী তাঁর চেয়ে ১০ বছরের বড়, যে কারণে তাঁদের মধ্যে বনিবনা হতো না, ঝগড়াঝাঁটি/// লেগেই থাকত। গতকাল সকালে রাশিদাকে তাঁর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বয়সের পার্থক্যের কারণে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। স্ত্রী তাঁকে মারধরও করতেন। শনিবার রাতে তাঁকে লাথি ও চড়থাপ্পড় দেন। তাতে ক্ষিপ্ত হয়ে গামছা দিয়ে শ্বাসরোধে তিনি স্ত্রীকে হত্যা করেন।
ওসি আরও বলেন, আসামি হাসানকে আজ সোমবার রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।