হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে লাইসেন্স করা পিস্তল দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে গাজী আবুল হাশেম (৭৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নং সড়কের ২৯ নং বাসায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখানের গাওয়াইর মাঝিবাড়ি এলাকার মৃত আইয়ুব আলী গাজীর ছেলে আবুল হাশেম। উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাড়িতেই থাকতেন তিনি।

আবুল হাশেম ব্যবসায়ী ছিলেন। উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পঞ্চম তলায় তাঁর দোকান রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার উপ–পরিদর্শক (এসআই) মো. সাদেক খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। সেই সঙ্গে বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন। পরে স্বজনেরা উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।’

এসআই সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩