হোম > সারা দেশ > ঢাকা

শেকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন 

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনের রেখে নানা আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদ্‌যাপন করা হয়েছে। 

আজ ৬ জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) এর সহযোগিতায় শেকৃবির সৌন্দর্য বর্ধন কমিটির আয়োজনে সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে এক শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে শেখ রাসেল টিএসটি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে টিএসটি ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনায় শেকৃবির ভাইস-চ্যান্সেলর বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের আরও অধিক সচেতন হতে হবে। পরিবেশের ওপর অবিচারের ফলে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের দেশের তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 

একদিকে জনসংখ্যা বৃদ্ধি অন্যদিকে জমির পরিমাণ হ্রাস। পরিবেশ বিপর্যয়ের ফলে কৃষি আজ বিশাল হুমকির মুখে। প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পরবে। পৃথিবীতে মানব কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

এরপর টিএসটি সংলগ্ন মাঠে বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচির শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রোভার্স স্কাউট এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল টিমের সদস্যদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্লাস্টিক ও পলিথিন জাতীয় ময়লা অপসারণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের খেলারমাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৬টি ময়লার বিন স্থাপন করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল, ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) এর কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল ও প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুর রহমান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ