সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শত কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে জিয়া উদ্দিন ওরফে জামানকে আটক করেছে র্যাব। আজ সোমবার রাতে তাঁকে আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘আটক হওয়া জিয়া উদ্দিন ওরফে জামানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শত কোটির অধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে আছে।’
তিনি বলেন, এ ঘটনায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে মঙ্গলবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।