হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত যুবকের নাম সাইদুল ইসলাম (২৭)। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার আমিরাবাদ এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে। সাইদুল গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বাস করতেন। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় মঙ্গলবার রাতে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকা থেকে সাইদুল টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় আসেন। রাতে তিনি ওই এলাকার রেললাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু