হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত যুবকের নাম সাইদুল ইসলাম (২৭)। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার আমিরাবাদ এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে। সাইদুল গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বাস করতেন। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় মঙ্গলবার রাতে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকা থেকে সাইদুল টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় আসেন। রাতে তিনি ওই এলাকার রেললাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন