হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রী দেশের ক্ষতি হবে এমন ফাইলে সই করেন না: সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ভালোবাসেন। কোনো ফাইলে সই (স্বাক্ষর) করার আগে জনগণের কথা ভাবেন। তিনি দেশের নাগরিকের ক্ষতি হবে এ ধরনের ফাইলে কখনো সই করেন না। তিনি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।’ 

আজ রোববার নবাবগঞ্জে কলাকোপা আনসার-ভিডিপি ক্যাম্পে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সামাজিক, স্মার্ট অর্থনীতি।’ 

তিনি বলেন, ‘এখন আর কম্পিউটারে থাকলে কাজ হবে না। বিশ্বে প্রযুক্তি এখন চতুর্থ ধাপে, তাই সবাইকে সব বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পৃথিবীতে যেভাবে প্রযুক্তির মান বাড়ছে কাজেই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেভাবে নিজেদের তৈরি করতে হবে।’ 
 
সালমান এফ রহমান আনসারদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণ যোগ্য করতে। তাই আপনারা আগামী নির্বাচনটা যেন সফল ও সুন্দরভাবে হয় সেই লক্ষ্যে কাজ করবেন।’ 

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা দেশের জনগণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেই জন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের অবদানের কথা জাতি সব সময় মনে রাখবে।’ 

ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম। 

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আমিন উদ্দিন, সাইফুজ্জামান, আসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, সার্কেল এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির