হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় তরুণী নিহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের চাপায় মীম (২৫) নামের এক তরুণী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান রেখে পালিয়েছেন চালক ও তাঁর সহকারী। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার ও গাড়িটি জব্দ করে। 

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক শওকত আলী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আনা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহত মীম জেলা শহরের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ী এলাকার খলিল মিয়ার মেয়ে। আহতরা হলেন একই এলাকার রমজানের ছেলে পারভেজ (৩২) এবং সাঈদের মেয়ে লিজা (২৭)। হতাহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন।

নিহতের পরিবার জানায়, আজ বিকেলে বন্দরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মীম। সন্ধ্যার পর রিকশায় করে খালাতো ভাই-বোনের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাঁদের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন এবং গাড়ির নিচে চাপা পড়েন তাঁরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান মীম। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব