হোম > সারা দেশ > ঢাকা

পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রথমবারের মতো উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে ট্র্যাকে পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে বিদ্যুচ্চালিত ট্রেনটি ওয়ার্কশপ থেকে রেললাইন ট্র্যাকে চালিয়ে দেখানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রক্রিয়ার উদ্বোধন করেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কোচের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।

এ ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, আজ মেট্রোরেলের পারফর্ম টেস্ট হলো এরপর স্পিড টেস্ট হবে। সব কিছু ঠিকঠাক থাকলে মূল ভায়াডাক্টের উপর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। চলতি বছরের আগস্ট মাস নাগাদ ভায়াডাক্টের উপর ট্রেনের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে।

এদিকে, মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান গত ২৩ এপ্রিল মোংলা বন্দর থেকে ঢাকায় আনা হয়। আর দ্বিতীয় সেটের চালান দেশে পোঁছেছে ৯ মে।

মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন কেনা হয়েছে । প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোতে ১ হাজার ৫০০ ভোল্ট (ডিসি) বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। ট্রেনগুলোর বডি তৈরি করা হয়েছে মরিচারোধী ইস্পাত দিয়ে। আসন থাকবে লম্বালম্বি। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে থাকবে চারটি করে দরজা।

রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত দ্রুত আরামদায়ক এবং নির্বিঘ্ন করতে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। বর্তমানে এই প্রকল্পের ৬৪ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ