হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে গুলিতে যুবক নিহত: হাসিনা-রেহানা-জয়ের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানী মিরপুরে নাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের ভাই মো. সবুজ।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী আমির উদ্দিন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য মাইনুল ইসলাম খান নিখিল, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

মামলার আরজিতে ৪১ জনের নাম উল্লেখ করলেও আরও ৩০০ জনের মতো অজ্ঞাতনামা আসামি রয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

মামলায় বলা হয়েছে—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই দুপুর আড়াইটার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন বাদীর ভাই নাহিদুল ইসলাম (২১)।

অভিযোগে বলা হয়েছে—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশ অনুযায়ী পুলিশ সদস্যরা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচার গুলিতে বাদীর ভাই নিহত হন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমানোর জন্য আসামিরা পরিকল্পনা করে এবং আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর গুলি বর্ষণ করা হয়।

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ