হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার বিসমিল্লাহ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নিহত শ্রমিকের নাম রোহান মণ্ডল (১৮)। তাঁর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কারখানাটিতে জুতা ও বেল্ট তৈরি করা হতো। কারখানায় কাজ চলার একপর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম গিয়েছে। একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তদন্ত করে বিস্তারিত জানাচ্ছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু