হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছেন, তাঁরা আওয়ামী লীগ করার যোগ্যতা রাখেন না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি, দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান।’ 

আজ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।  

শামীম ওসমান বলেন, ‘আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে-বউদের ধর্ষণ করবে তারাই—যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ।’ 

তিনি বলেন, ‘আমি সারা রাত ঘুমাই না, আমি অন্য কারও মতো না। আমি খবরগুলো পাই। কোন দিক দিয়ে আগাচ্ছে, সেগুলো জানি। আর ওরাও জানে আমি কোন দিক দিয়ে আগাচ্ছি। আই এম এ সোলজার। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আসছে পূজার মধ্যে ও পূজার পরে মরণকামড় দেবে।’ 

আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবিলা করতে হবে। পূজার পর থেকে একটা থাবা দেব নারায়ণগঞ্জ থেকে। এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না ঢাকাও খালি করে দেব।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয়, সেটা নারায়ণগঞ্জ করে দেখাবে। এবার আর বলব না খেলা হবে। সোনারগাঁ থেকে বলব ফাটাফাটি হবে।’ 

কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকগুলো কমিটি আটকে রেখেছে ঢাকা হতে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো কমিটি মুলার মতো ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ, নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে।’ 

এ সময় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি