হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল খায়ের (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভ্যান চালক ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আবুল খায়েরের ভাই মফিজুর রহমান জানান, তাঁদের বাড়ি যশোর জেলার কোতোয়ালির নীলগঞ্জ সাহাপাড়া গ্রামে। বাবার নাম কাঞ্চন মোল্লা। বর্তমানে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে শ্যামপুর পোস্তগোলা কুলিবাগান এলাকায় ভাড়া থাকতেন।

মফিজুর রহমান আরও জানান, তার ভাই আবুল খায়ের ভ্যানে করে মাল টানার কাজ করতেন। আজকে পোস্তগোলা থেকে লোহার প্লেট নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। যাত্রাবাড়ী চন্দনকোঠা শেখপাড়া এলাকায় এলে নড়াইল এক্সপ্রেস নামে একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পথচারীদের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির