হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে দুই আসনে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল রোববার রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। 

রিটার্নিং কর্মকর্তা জানান, মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নূর-ই আলম চৌধুরী ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো. মোতাহার হোসেন সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। 

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের শাজাহান খান ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের একেএম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। 

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট