হোম > সারা দেশ > ঢাকা

খালের সীমানা পিলার স্থাপনে কাজ করবে সেনাবাহিনী: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দখলে দূষণে অস্তিত্ব সংকটে রয়েছে ঢাকার অধিকাংশ খাল। এই খালগুলোকে দখল মুক্ত করতে খালের দুই পাশে সীমানা পিলার স্থাপনের বিশেষ উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কাজে ডিএনসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শনিবার রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় কিউলেক্স মশার বিস্তার রোধে বিশেষ অভিযানের উদ্বোধনের সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এই কথা বলেন।

ডিএনসিসির মেয়র বলেন, ‘ঢাকা শহরের খাল, বিল, জলাশয় দখল একটি নিয়মিত চিত্র। দখল হওয়া জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রত্যেক খালের সীমানা নির্ধারণ করে পিলার দেওয়ার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি।`

আতিকুল ইসলাম বলেন, তালতলা নতুনবাগের ঝিলটাও অনেক বড় ছিল। অনেকাংশে ভরাট করা হয়েছে। এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে কেউ যেন ঝিল দখল না করে। আজ বস্তির মাধ্যমে দখল করা হলে, কাল পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। এভাবে পানির আঁধার শেষ হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ সুরক্ষায় জলাশয় টিকিয়ে রাখতে হবে। 

মেয়র বলেন, এডিস মশার পাশাপাশি এখন কিউলেক্স মশার চ্যালেঞ্জও চলে এসেছে। কিউলেক্স মশা জন্মে অপরিষ্কার পানিতে। এ জন্য খাল ও ডোবা পরিষ্কার রাখতে হবে। আজ তালতলার নতুনবাগ এলাকার ঝিল পরিষ্কার করে দিচ্ছি। তারপর এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে যেন কেউ ময়লা না ফেলে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর এম সাইদুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন প্রমুখ। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ