হোম > সারা দেশ > ঢাকা

দেশে ফিরেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনের বন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া থেকে আজ বুধবার ঢাকায় পৌঁছেছেন। আজ দুপুর ১২টা ১ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ তাঁদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানববন্দরের পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার বদিরুজ্জামান জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতেই তাঁরা রওনা হবেন। তবে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক মো. হাদিসুর রহমানের মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। তাঁর মরদেহ ইউক্রেনে সংরক্ষিত রয়েছে।

তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় এটি নোঙর করে। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি বন্দরে আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় রকেট হামলার শিকার হয় জাহাজটি। গত বুধবারের ওই হামলায় জাহাজে আগুন ধরে যায়। এতে নিহত হন জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান। তবে রক্ষা পান অপর ২৮ নাবিক। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায়। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলার সমৃদ্ধিকে।

জাহাজ থেকে ২৮ নাবিককে উদ্ধার করে নেওয়া হয় ইউক্রেনের একটি বাংকারে। পরে তাঁদের সীমান্ত পার করে নেওয়া হয় পার্শ্ববর্তী দেশ মলদোভায়। সেখান থেকে রোমানিয়া হয়ে দেশে ফিরছেন নাবিকেরা।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ