হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নুরবাগ সিএনজি স্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ৬২ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার আদর্শনগর এলাকার বাসিন্দা রাশেদ আহম্মেদ হৃদয় (৪০) ও রহিম আহম্মেদ সাগর (৩০)। তাঁরা সম্পর্কে আপন ভাই।

অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উভয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা বালুর ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্রের ব্যবসা করতেন। এলাকায় নিজেদের বাহিনী গড়ে তুলে প্রভাব বিস্তার করতেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

তারিক আল মেহেদী আরও বলেন, ‘আসামিরা বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে ছিলেন। আজ এলাকাবাসী তাঁদের আটক করে আমাদের খবর দেন। পরে আমরা তাঁদের গ্রেপ্তার করেছি। দুজনের কাছ থেকে একটি ৬২ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান