হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে চলন্ত বাস থেকে নারীকে ফেলে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে রাস্তায় ফেলে চাকায় পিষে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তাকওয়া পরিবহনের অজ্ঞাতনামা বাসচালক ও চালকের সহকারীর বিরুদ্ধে এ মামলা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, আজ শনিবার সকালে শ্রীপুর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত পোশাকশ্রমিকের বড় ভাই জহিরুল ইসলাম অলি। 

নিহত নারী পোশাকশ্রমিক চম্পা (৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি শ্রীপুর উপজেলার পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। 

মামলার বাদী জহিরুল ইসলাম অলি বলেন, ‘আমি মামলা করেছি। পুলিশ অপরাধীদের খুঁজে বের করবে বলে আশা করি।’ 

ওসি কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম অলি অজ্ঞাতনামা বাসচালক ও চালকের সহকারীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই বাসচালক ও চালকের সহকারীকে শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। 

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক নারী শ্রমিককে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর ওপর দিয়ে চলে যায় তাকওয়া পরিবহনের বাসটি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির