হোম > সারা দেশ > ঢাকা

দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছেন: যুব বাঙালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম-পেশাজীবীদের ক্ষমতায়নে অংশীদারিত্বের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

শ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছেন। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরীবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গণে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম-পেশাজীবীদের ক্ষমতায়নে অংশীদারিত্বের গণতন্ত্র’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন বক্তারা।

সংগঠনের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম হৃদয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনের সভাপতি রায়হান তানভীরের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পারভেজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য তাসমিনা রানা, ফিলিস্তিনফেরত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, নব্বইয়ের গণ-আন্দোলনের ছাত্রনেতা শরীফ মোহাম্মদ খান, সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান অপু, অয়ন আমান, কাজী তানসেন, ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুব বাঙালির দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম হৃদয়, সংগঠক তোফাজ্জল হোসেন, সাগর খালাসি।

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, সশস্ত্র যুদ্ধসহ সব গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই গণ-অভ্যুত্থানে শ্রম-কর্ম-পেশাজীবীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বলে জানান বক্তারা। তাঁরা বলেন, এরই পথ পরিক্রমায় স্বাধীন বাংলাদেশে শ্রম-কর্ম পেশাজীবীদের ‘অধিকার’ থাকলেও তাঁরা ‘ক্ষমতা’ ও ‘কর্তৃত্বহীন’।  শ্রম-কর্ম-পেশার জনগণ ট্রেড ইউনিয়নের মাধ্যমে শুধু বেতন-ভাতা ও ছুটির জন্য দাবি উত্থাপন করা ছাড়া আর কোনো অধিকার রাখেন না। পরাধীন আমলের কারখানা ও শ্রমিক অধিকার আইন এযাবৎ স্বাধীন বাংলাদেশে বহাল থাকায় মালিক-শ্রমিক সম্পর্ক রয়ে গেছে ঔপনিবেশিক আমলের প্রভু-দাসের মতোই।

সমাজ পরিচালনা, উৎপাদন-বণ্টনব্যবস্থা ও রাষ্ট্রীয়-কাঠামোয় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই মহান মে দিবসের অঙ্গীকার হওয়া জরুরি বলে মনে করেন বক্তারা।

তাঁরা বলেন,  উৎপাদন-বণ্টনে শ্রমিকের শ্রম দেওয়া ছাড়া আর কোনো অংশগ্রহণ বা উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের কোনো ধরনের প্রতিনিধিত্বের ব্যবস্থার জন্য আমাদের দেশে আইন নেই। এভাবে দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছেন। ফলে দেশে বারবার শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক সংকট দেখা দেয়। এই সংকট নিরসনে মালিক-শ্রমিকের প্রাতিষ্ঠানিক ঐক্য প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক ঐক্যের জন্য কারখানা পরিচালনায় ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

বক্তরা বলেন, কারখানা পরিচালনায় শ্রমিকের প্রতিনিধি থাকলে একদিকে যেমন তাঁদের বেতন-ভাতা, কাজের পরিবেশ নিশ্চিত করতে পারবে; অন্যদিকে মালিকের মুনাফা অর্জনের দিকটিও সুনিশ্চিত হবে। রাষ্ট্রীয় কাঠামো, শাসনব্যবস্থা ও শ্রম আইন পরিবর্তনের মাধ্যমে এই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

বিদ্যমান ব্রিটিশ-পাকিস্তানি রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা শ্রম-কর্ম-পেশাজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির অন্তরায় বলে মনে করেন বক্তরা। তাঁরা বলেন, উৎপাদন-বণ্টন ও রাষ্ট্র ব্যবস্থাপনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনি প্রতিনিধিত্বই পারে সব জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির পথ প্রসারিত করতে। তাই উৎপাদন-বণ্টন ও রাষ্ট্র ব্যবস্থাপনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠাই হোক মহান মে দিবসের অঙ্গীকার।

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার