হোম > সারা দেশ > ঢাকা

জামিন পেলেন দস্যুতার মামলায় গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের দুই নেতা 

ঢাবি প্রতিনিধি

মারধর করে প্রায় দুই লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সহসভাপতি নাফিস ফুয়াদ ও ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধনকে জামিন দিয়েছেন আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শেখ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছন। 

এসআই রাজিব শেখ জানান, গত ২৩ মে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেয়। 

এর আগে, গত ২১ এপ্রিল মো. রুবেল নামের এক ব্যবসায়ী তিনজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি থেকেই এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। 

এসআই রাজিব বলেন, ‘দস্যুতার মামলায় গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী বর্তমানে জামিনে আছেন। কোর্টে তাঁদের জামিন দেওয়া হয়। যেহেতু মামলাটি তদন্তাধীন তাই অন্যান্য বিষয় বলা যাচ্ছে না।’ 

নাফিস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়নের আর বাঁধন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। 

এই বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত বলেন, ‘মামলা হওয়া মানে দোষী তা প্রমাণিত নয়। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে তাই কোনো মন্তব্য করছি না। আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

সার্বিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তারের খবর পেয়েছি। তবে আনুষাঙ্গিক কাগজপত্র পাইনি। মামলার কাগজপত্র পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ