হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেল প্রাঙ্গণে শিশু চুরির চেষ্টা, নারী আটক

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটক হওয়া ওই নারীর নাম পারভিন (৬০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির নাম রাইদুল হাসান (১০)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের শহীদনগর গ্রামে।

শিশুটির মা ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অভিযুক্ত ওই নারীর দাবি, তাঁর বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামে। শাহবাগ এলাকায় ভাসমান জীবনযাপন করেন তিনি।

শিশুটির চাচা জাবেদ হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে রাইদুলকে নিয়ে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে জরুরি বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় রাইদুল তার মামার হাত ধরে হাঁটছিল। পরিবারের অন্য সদস্যরা তাদের আগে আগে হাঁটছিল। পেছন থেকে ওই নারী এসে রাইদুলের হাত টেনে ধরে। হাত ধরে থাকা তার মামাকে জিজ্ঞেস করতে থাকে, ‘‘শিশুটি কে? আপনারা চেনেন কি না?’’

একপর্যায়ে ওই নারী দাবি করেন, ছেলেটি তাঁর। ওই নারীর এমন আচরণে পরিবারের সদস্যরা ঘাবড়ে যান। পরে হাসপাতালের আনসার সদস্যদের ডাকলে তাঁরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা করবে কি না, জানতে চাইলে পরিবারটি মামলায় জড়াতে আগ্রহী নয় বলে জানায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাইছে না। তবে অভিযুক্ত ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাহবাগ থানায় হস্তান্তর করা হবে তাঁকে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১