হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে লেগুনা-ট্রাকের সংঘর্ষে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদেক খান রোডে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের সংঘর্ষে আশিক উল্লাহ (২৫) নামের এক যুবক মারা গেছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোড বেরিবাধ বাঁশপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘সাদেক খান রোডে যাত্রীবাহী লেগুনা ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আশিক উল্লাহকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। অপর আরেক আহত যাত্রীকে এখনো শিকদার মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া লেগুনা চালক নয়ন (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’ 

এসআই মনির আরও জানান, মৃত আশিকের বাবার নাম আব্দুল হালিম। হাজারীবাগ মনেশ্বর রোডে খলিল সর্দার রোডে তাঁর বাসা। মনেশ্বর রোড এলাকায় তাঁর একটি লন্ড্রি দোকান ছিল।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, এ দুর্ঘটনায় আহত নয়নকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন তার স্বজনেরা। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। 

আহত নয়ন জানায়, সে ওই লেগুনার চালক ছিল। ১৪ জন যাত্রী নিয়ে গাবতলী থেকে সেকশন যাচ্ছিল। সাদেকখান রোডে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এরপর আর কিছুই মনে নেই তার। 

নয়নের স্বজনেরা জানান, নয়ন মোহাম্মদপুর চাঁদ উদ্যানে থাকে। আমরা আহত অবস্থায় নয়নকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ