হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পুকুরে ভাসছিল নারী ও শিশুর লাশ

গাজীপুর প্রতিনিধি

লাশ উদ্ধারের ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুকুর থেকে এক নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাদের পরিচয় জানাতে পারেনি। পুলিশ বলছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

মরদেহের মধ্যে নারীর (৩৫) পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির (আড়াই বছর) পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশুরা দেখতে পায়, পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। শিশুরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে পুকুরে নারী এবং শিশুর ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা মা-ছেলে।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু ছেলে রয়েছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি