হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইনজীবী স্ত্রীর যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এক আইনজীবী স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রায় দেন। 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তৎকালীন নৌ–পুলিশ পরিদর্শক আবু নকিব উপস্থিত ছিলেন। 

মামলার বরাত দিয়ে বাদী নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ বলেন, ‘২০০৭ সালের ১৪ মে আমাদের বিয়ে হয়। এরপর ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় আমাকে মারধর করে গুরুতর আহত করে আমার স্বামী। যৌতুক না পেয়ে প্রায় সময় বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া বেল্ট ও বুট জুতা দিয়ে মারধর করতেন তিনি। নির্যাতন করে ইতিমধ্যে ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার নিয়েছেন তিনি। এই ঘটনায় আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করি।’ 

এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আজকে রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য