হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইনজীবী স্ত্রীর যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এক আইনজীবী স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রায় দেন। 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তৎকালীন নৌ–পুলিশ পরিদর্শক আবু নকিব উপস্থিত ছিলেন। 

মামলার বরাত দিয়ে বাদী নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ বলেন, ‘২০০৭ সালের ১৪ মে আমাদের বিয়ে হয়। এরপর ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় আমাকে মারধর করে গুরুতর আহত করে আমার স্বামী। যৌতুক না পেয়ে প্রায় সময় বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া বেল্ট ও বুট জুতা দিয়ে মারধর করতেন তিনি। নির্যাতন করে ইতিমধ্যে ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার নিয়েছেন তিনি। এই ঘটনায় আদালতে ২০১৯ সালে মামলা দায়ের করি।’ 

এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আজকে রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে