হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ১৪ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ১৪ মামলার আসামি আফজাল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দেওভোগ হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আফজাল ফতুল্লার বাংলাবাজার এলাকার এবাদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আধিপত্য নিয়ে বিরোধের জেরে আফজালকে ধরে নিয়ে যায় প্রতিপক্ষ রাজু প্রধান, রাসেল, রাশেদসহ ১০-১৫ জন। তাঁরা আফজালকে হাশেমবাগ এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাশেমবাগ এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, কয়েক দিন আগেই রাজু প্রধান বাহিনীর কয়েকজনকে কুপিয়ে আহত করেছিল আফজাল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হলে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করে। এর মধ্যে আজ দুপুরে আফজালকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যান রাজুর অনুগামীরা। পরে তাঁকে কুপিয়ে হত্যা করেন। 

ফতুল্লার থানার ওসি দিপু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। 

ওসি আরও বলেন, ‘আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট