ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, এ সময়ে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অন্যদিকে ঢাকামুখী যানবাহন ছিল ৩৩ হাজার ৩২৯টি এবং তাদের কাছ থেকে আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৪ হাজার ৫০ টাকা।
এর আগের দিন শুক্রবার (১৩ জুন) সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছিল। সে তুলনায় শনিবার ২ হাজার ৪১৩টির বেশি যানবাহন চলাচল করে।