হোম > সারা দেশ > ঢাকা

জনগণের মন জয় করতে কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার প্যারেড পরিদর্শন শেষে বক্তৃতা দেন। ছবি: ডিএমপি

জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা নিশ্চিতের মাধ্যমে তাঁদের মন জয় করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এ দেশের মানুষের জন্য ইতিবাচক কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’

আজ রোববার (১৮ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত ‘গ্র্যান্ডমাস্টার প্যারেড’-এ প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।

প্যারেড পরিদর্শনের সময় ডিএমপির কমিশনারকে সুসজ্জিত বাদক দলের সশস্ত্র সালাম দেওয়া হয়। তিনি সালাম গ্রহণ শেষে বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এরপর প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা পরিপন্থী বা আইন-বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। মাস্টার প্যারেডের মূল উদ্দেশ্য হচ্ছে বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করা।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ‘সপ্তাহে এক দিন আপনারা নিজেদের কর্মস্থল পরিষ্কার রাখবেন। পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে জনসেবামূলক কাজ করতে হবে এবং যেকোনো পরিস্থিতি দৃঢ় মনোবল নিয়ে মোকাবিলা করতে হবে। নিরপেক্ষ থেকে নিজেদের সম্পূর্ণভাবে জনসেবায় নিয়োজিত রাখার আহ্বান জানাচ্ছি।’

ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল ও জন-আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির যুগ্ম ও উপপুলিশ কমিশনারেরা, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে