হোম > সারা দেশ > ঢাকা

‘এইচএসসিতে যে বোর্ডে যত বেশি পরীক্ষা, তত বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচএসসির ফল বাতিলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভেঙে, পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তাঁরা বলছেন, এইচএসসির ফলাফলে বৈষম্য করা হয়েছে। পরে পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসেন শিক্ষার্থী ও বোর্ড কর্মকর্তারা। 

আজ রোববার বিকেলে শিক্ষার্থীরা বকশি বাজারের জয়নাগ সড়কে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এর আগে সকাল ১০টা থেকে প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে তাঁরা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ভবনের নিরাপত্তায় ওই এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, ফলাফল গ্রহণযোগ্য দেখাতে তাঁদের অনেককে ইচ্ছে করেই ফেল করানো হয়েছে। এ জন্য তাঁরা পুনরায় খাতা মূল্যায়ন অথবা পরীক্ষায় কৃতকার্য হতে চান। 

শিক্ষার্থীরা বলেন, ‘বাতিল ছয়টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। সিলেট বোর্ডে মাত্র তিনটি পরীক্ষা হয়েছে, কিন্তু তাঁদের সাবজেক্ট ম্যাপিং করায় রেজাল্ট ভালো হয়েছে। অথচ আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান।’ 

রিফাত নামে এক শিক্ষার্থী ম্যাপিংয়ের ত্রুটি উল্লেখ করে বলেন, যে বোর্ডে যত বেশি পরীক্ষা হয়েছে, সে বোর্ডের শিক্ষার্থীরা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বোর্ড কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে বসে একটি সমাধানের চেষ্টা করছি। আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ 

এদিকে ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট