হোম > সারা দেশ > ঢাকা

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ও সাভার পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এই কমিটি দুটির অনুমোদন দিয়েছে।

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত পৃথক দুটি প্যাডে কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়েছে।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় আসাদুজ্জামান জীবনকে সভাপতি ও সাইফ আহমেদ নাসিমকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সাভার পৌর শাখায় মাসুম দেওয়ানকে সভাপতি ও আব্দুল্লাহ আল নাঈমকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘দুটি শাখারই পুরোনো কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়েছে। অতি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ একই দিনে সাভারে পার্শ্ববর্তী ধামরাই উপজেলায়ও চারটি শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে। শাখাগুলো হলো—ধামরাই উপজেলা, ধামরাই সরকারি কলেজ, ধামরাই পৌর ও নবযুগ ডিগ্রি কলেজ শাখা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ