হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে ছাড়া হলো মৌমিতা পরিবহনের ১০ বাস

জাবি প্রতিনিধি 

মৌমিতা পরিবহনের ১০টি বাস। ছবি: আজকের পত্রিকা

মৌমিতা বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা নিহত হওয়ার ঘটনায় আটকে রাখা ১০টি বাস ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে বাসগুলো মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ৮ জুলাই বকশীবাজার এলাকায় মৌমিতা পরিবহনের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত বিনতে জুহুরের বাবা জহুরুল হক নিহত হন। পরদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনের ১০টি বাস ক্ষতিপূরণের দাবিতে ক্যাম্পাসে নিয়ে আটকে রাখে।

গত শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বাসের মালিকপক্ষ। ওই আলোচনায় শিক্ষার্থীরা ৫০ লাখ টাকা দাবি করেন। এরপর কয়েক দফা আলোচনা শেষে গতকাল রাতে নগদ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় মালিকপক্ষ। এ ছাড়া এ ঘটনায় আরও ৫ লাখ টাকা আগামী তিন মাসের মধ্যে বাস কর্তৃপক্ষের কল্যাণ তহবিল থেকে দেবে, এমন লিখিত প্রতিশ্রুতি দিয়েছে তারা। পরে রাত ১১টার দিকে বাসগুলো নিয়ে যায় মালিকপক্ষ।

রিফাতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায় রিফাতের ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন তাঁর বাবা জহুরুল হক। বাসের ধাক্কায় তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা নগদ দিয়েছে। ওই টাকা ভুক্তভোগীর সন্তান রিফাতের কাছে দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে আরও ৫ লাখ টাকা দেবে, এমন লিখিত প্রতিশ্রুতিও দিয়েছে তারা।’

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে