হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে ছাড়া হলো মৌমিতা পরিবহনের ১০ বাস

জাবি প্রতিনিধি 

মৌমিতা পরিবহনের ১০টি বাস। ছবি: আজকের পত্রিকা

মৌমিতা বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা নিহত হওয়ার ঘটনায় আটকে রাখা ১০টি বাস ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে বাসগুলো মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ৮ জুলাই বকশীবাজার এলাকায় মৌমিতা পরিবহনের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত বিনতে জুহুরের বাবা জহুরুল হক নিহত হন। পরদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনের ১০টি বাস ক্ষতিপূরণের দাবিতে ক্যাম্পাসে নিয়ে আটকে রাখে।

গত শুক্রবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বাসের মালিকপক্ষ। ওই আলোচনায় শিক্ষার্থীরা ৫০ লাখ টাকা দাবি করেন। এরপর কয়েক দফা আলোচনা শেষে গতকাল রাতে নগদ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় মালিকপক্ষ। এ ছাড়া এ ঘটনায় আরও ৫ লাখ টাকা আগামী তিন মাসের মধ্যে বাস কর্তৃপক্ষের কল্যাণ তহবিল থেকে দেবে, এমন লিখিত প্রতিশ্রুতি দিয়েছে তারা। পরে রাত ১১টার দিকে বাসগুলো নিয়ে যায় মালিকপক্ষ।

রিফাতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায় রিফাতের ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন তাঁর বাবা জহুরুল হক। বাসের ধাক্কায় তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা নগদ দিয়েছে। ওই টাকা ভুক্তভোগীর সন্তান রিফাতের কাছে দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে আরও ৫ লাখ টাকা দেবে, এমন লিখিত প্রতিশ্রুতিও দিয়েছে তারা।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩