হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডির তাকওয়া মসজিদ

টেন্ডারে চামড়ার দাম উঠল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

এ বছর ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া স্থানীয় টেন্ডারে রেকর্ড দামে বিক্রি হয়েছে। গরুর চামড়া প্রতিটি ১ হাজার ৩৭২ টাকায় বিক্রি হয়। তাকওয়া মসজিদ সোসাইটির আয়োজনে এই টেন্ডারে মোট ৮৫৩টি চামড়া বিক্রি হয়। এই টাকা মসজিদের জাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানা গেছে।

গতকাল বুধবার বিকেলে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দামে চামড়া কেনে ইমেক্স লেদার লিমিটেড। তাদের দেওয়া দাম ১ হাজার ৩৭২ টাকা।

উল্লেখ্য, এ বছর সরকার ঢাকায় প্রতিটি চামড়ার দাম নির্ধারণ করে ১ হাজার ৩৫০ টাকা। টেন্ডারে বিক্রি করে পাওয়া দাম সরকার-নির্ধারিত দামের চেয়ে ২২ টাকা বেশি।

তাকওয়া মসজিদ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান শরিফ সিদ্দিকী বলেন, ‘চামড়ার বাড়তি দাম আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এই অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। মসজিদের আয় বাড়লে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।’

হাসান শরিফ সিদ্দিকী বলেন, ‘যেভাবে তাকওয়া মসজিদ সোসাইটি এবার কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করেছে, এটা অন্য মাদ্রাসা ও মসজিদ ভবিষ্যতে অনুসরণ করতে পারে। যদি কেউ প্রয়োজন মনে করে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ভবিষ্যতে তাদের সাহায্য-সহযোগিতা করব ইনশা আল্লাহ।’

স্থানীয় চামড়াশিল্পের সঙ্গে জড়িতরা তাকওয়া মসজিদ সোসাইটির এই টেন্ডারকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, ধানমন্ডির তাকওয়া মসজিদের এই টেন্ডার শুধু অর্থনৈতিক সাফল্যই নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয় বৃদ্ধির একটি উজ্জ্বল দৃষ্টান্তও বটে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে