টাঙ্গাইলের সখীপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে আশিক (১৮) নামের এক মোটরসাইকেলচালক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দামিয়াপাড়া-বানিয়ারছিট সড়কের আড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিক কালিয়া ইউনিয়নের দামিয়াপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
আশিকের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক ও তাঁর মামা সাব্বির হোসেন (২২) মোটরসাইকেলে করে দামিয়া বাজার থেকে বানিয়ারছিটের দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে অপর একটি মোটরসাইকেলের এক আরোহী পড়ে যান। এতে ভয় পেয়ে আশিক দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে শুরু করেন। একপর্যায়ে আড়াইপাড়া এলাকায় তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশিক ও তাঁর মামা সাব্বির গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আশিকের মৃত্যু হয়। আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাসান তানজিম আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আশিক মারা গেছেন। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।