হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কুটিরশিল্প মেলার নামে জুয়া, বন্ধ করল পুলিশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলা নামে জুয়ার আসর বন্ধ করে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়া খেলার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে বেশি লাভের লোভ দেখিয়ে মেলার বাইরে জেলাব্যাপী টিকিট বিক্রি করা হচ্ছিল, যা জুয়ার শামিল। এ কারণে মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে শর্ত ভঙ্গের কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

সালাহউদ্দিন আরও বলেন, ‘মেলায় টিকিটের মাধ্যমে জুয়া আইন অনুযায়ী জুয়ার আলামত পাওয়া গেছে। আমরা মনে করি, এটি অনৈতিক ও আইনবিরোধী, তাই আমরা মেলাটি বন্ধ করে দিচ্ছি।’

গত ১৮ এপ্রিল এই মেলা শুরু হয়। হস্ত ও কুটিরশিল্পের মেলা নাম দেওয়া হলেও এখানে হস্ত ও কুটিরশিল্পের পণ্য বিক্রির কোনো দোকান বা স্টল স্থাপন করা হয়নি। আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে লটারির টিকিট বিক্রি করে আয়োজকেরা টাকা আয় করছিলেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, ‘মেলার আড়ালে লটারির মাধ্যমে জুয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। পত্রিকায় নিউজ দেখার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরাও বিষয়টি সম্পর্কে খোঁজ নিই। পরে মেলাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার