হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের মাস না পেরোতেই ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিয়ের মাস না পেরোতেই নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে। গত ২১ জুলাই চাঁদপুরে মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে ওঠেন নুসরাত। 

বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, ‘নুসরাতের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রী নিয়ে আসেন। বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’ 

নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় বাসায় ছিলাম না। কীভাবে এই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।’ 

নুসরাতের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট