হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের মাস না পেরোতেই ছাদ থেকে পড়ে নববধূর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

বিয়ের মাস না পেরোতেই নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করেছে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

নওরীন নুসরাত (২৬) টাঙ্গাইলের ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে। গত ২১ জুলাই চাঁদপুরে মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে ওঠেন নুসরাত। 

বাড়ির তত্ত্বাবধায়ক মো. ফারুক বলেন, ‘নুসরাতের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর ১৫ দিন আগে তিনি তাঁর স্ত্রী নিয়ে আসেন। বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’ 

নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় বাসায় ছিলাম না। কীভাবে এই ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।’ 

নুসরাতের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট