হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রাঙ্গণে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি খোকন সাহার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওসমানপন্থী আওয়ামী নেতারা। 

এর আগে, গত বছরের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। 

এ বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের রাজনীতি করেও প্রতিবাদে নেমেছি। এটি আমাদের জন্য এক অদ্ভুত ব্যাপার। অ্যাডভোকেট খোকন সাহা ৪০ বছর ধরে রাজনীতি করছেন। যিনি মামলা করেছেন তিনিও তো নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।’ 
 
হাসান ফেরদৌস মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তারা আপনার ভালো চায় না। আমরা দাবি রাখব, আপনি দ্রুত মামলা প্রত্যাহার করে দলীয় ফোরামে এই বিষয়টি সুরাহা করুন।’ 

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহসিন মিয়া, সমিতির সহ সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আমিন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মমিনসহ আওয়ামীপন্থী আইনজীবীরা। 

উল্লেখ্য, গত বছর হিন্দু লাইভ মেটারস নামক একটি ইউটিউবে জিউস পুকুর ইস্যুতে মেয়র আইভীকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে খোকন সাহার বিরুদ্ধে। এ নিয়ে মেয়র আইভী সাইবার আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় দুই নম্বর আসামি তিনি। প্রধান আসামি করা হয়েছে কানাডা প্রবাসী প্রদীপ দাসকে। তিনি ‘হিন্দু লাইভ মেটারস’ ইউটিউব চ্যানেলের সঞ্চালক। ফেসবুক ও ইউটিউবে মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সম্প্রচার করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫